কক্সবাজার প্রতিনিধি , আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ওসি প্রদীপের রাষ্ট্রীয় পুরষ্কার ও পদ বাতিলের দাবি

আলোচিত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের যাবতীয় রাষ্ট্রীয় পুরষ্কার ও পদ বাতিলের দাবি জানানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম আদালতের কাছে এ দাবি জানান।

আজ রোববার ৯ জানুয়ারি সকাল সোয়া দশটার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের উপস্থিতিতে আলোচিত এ মামলার দু’পক্ষের যুক্তিতর্ক শুরু হয়।

তিনি আরো জানান যুক্তিতর্কের জন্য নবম দফায় ৯,১০,১১ও১২ জানুয়ারির দিন ধার্য করেছেন আদালত। এর আগে অষ্টম দফায় আদালত মুলতবি আগে ১৫ আসামির কার্যবিধির ৩৪২ ধারায় লিখিত বক্তব্য প্রদান করেন। আলোচিত এ মামলায় ৮৩ জনকে সাক্ষী করা হলেও তার মধ্য থেকে এ পর্যন্ত ৬৫ জনের সাক্ষ্য দিয়েছেন আদালত।

সিনহা হত্যার মামলার একজন নারী সাক্ষী সাক্ষ্য প্রদান কালে আদালতে বলেছেন তার দুই মেয়েকে প্রদীপ বাড়ি থেকে তুলে নিয়ে থানায় আটকে রেখে দীর্ঘ দিন ধর্ষণ করে। এ বিষয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন ওই নারী।

সিনহা হত্যা ছাড়াও প্রদীপ ও তার সহযোগীদের নামে বারোটি হত্যা মামলা করেছে ভুক্তভোগী পরিবার।