পটুয়াখালি প্রতিনিধি , আপলোডের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

১০ মন জাটকা ইলিশ জব্দ হল পটুয়াখালীতে

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মন জাটকা ইলিশ ও ৩ মন চাপিলা মাছ জব্দ করেছে কুয়াকটা নৌ-পুলিশ। বুধবার সকাল ১০টায় ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।

পরে এসব মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে কাউচার সংলগ্ন সমুদ্র থেকে জাটকা শিকার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চাপলী বাজারে অভিযান চালিয়ে চারটি মটোরসাইকেল থেকে এসব মাছ জব্দ করা হয়। আর চাপিলা মাছ ওই বাজারের এক মাছ বিক্রেতার কাছ থেকে জব্দ করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ জনান, খুব শীঘ্রই কাউয়ার চর এলাকায় নৌ-পুলিশ অভিযান পরিচালনা করবে। অসাধু জেলেদের খুজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।