টাঙ্গাইল প্রতিনিধি , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

টাঙ্গাইলে ট্রাক উল্টে প্রাণ গেল দুই শ্রমিকের

টাঙ্গাইলে কাঠ বোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত এবং তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গ্রামের দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন।

নিহত শ্রমিক সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পরবহুলি গ্রামের ছেলে সরোয়ার হোসেন। অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

চেয়ারম্যান বলেন ,ট্রাক টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলেন। চালক-হেলপার কে গাড়ি চালাতে দিয়ে ঘুমাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক মারা যান। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।