বগুড়া প্রতিনিধি , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি ইউনিয়নের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার আসিফ আহমেদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বর্ণাঢ্য সাজে ঘোড়ার গাড়ি সাজিয়ে শপথ নিতে আসেন উপজেলার খরনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য হায়দার আলী। ঘোড়ার গাড়ির পেছনে বেশ কয়েকটি সিএনজি অটো টেম্পু করে আসছিলেন তার কর্মী সমর্থকরা।

হায়দার আলী বলেন, শখের বসেই ঘোড়ার গাড়িতে চড়ে শপথ নিতে এসেছেন। নিয়ত ছিল নির্বাচনে জয়ী হতে পারলে শপথ গ্রহণের দিন ঘোড়ার গাড়িতে চড়ে শপথ নিতে যাবেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন  ছান্নু, চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মীরা, সহকারী কমিশনার মোঃ আশিক খান, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন, সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান প্রমুখ।