তোমার ভালোবাসার তীব্রতা তে ভুলেই গিয়েছিলাম আমার আমিত্ব কে;
তোমাতেই আমি খুঁজে ফিরতাম আমাকে,
আজ সব হারিয়ে নিঃস্ব আমি,
তোমাদের জঘন্য খেলার এক অংশ আমি,
তুমি যখন বলতে ভালোবাসি- ভালোবাসি,
ঘুমের ঘোরেও কেঁপে উঠত আমার শরীর,
আর আমার অসুস্থতা – অভিমান কিছুই তোমাকে স্পর্শ করেনা।
আসলে কোন দিন ও করেনি।
দায় আর দায়িত্বই মানুষের অনুভূতিকে প্রতিফলিত করে,
জীবন যাপন হলো দায়বদ্ধতা আর
ভালোবাসা টা ই দায়িত্ব।
ভালোবাসা যত গভীর, দায়িত্ব ততই বেশি।
এখন আর আমার সাথে কথা না বললে
তোমার নিঃশ্বাস বন্ধ হয় না,
বুকের মধ্যে কোন অস্থিরতা ও হয় না।
আদৌ কি হতো?
প্রশ্নবিদ্ধ আমার আমিত্ব???
ভালোবাসার তবে দায়িত্ব কি?
কতটা?
সমাজের নিয়ম কে লঙ্ঘিত করে যে নারী
শুধুই ভালোবাসলো – সে কি শুধুই দায়?
প্রাপ্তি কে উপেক্ষা করে, নিজের সবটা দিয়ে ভালোবাসলো যে, তার দায়িত্ব তবে কার?
ভালোবাসা তে দায়বদ্ধতা থাকে না প্রিয়,
অফুরন্ত – মুক্ত দায়িত্ববোধেই
ভালোবাসার গভীরতা প্রবল হয়
আমার ভালোবাসা মুক্ত – অবারিত,
অন্যকে সন্তুষ্ট করতে ভালোবাসার উপেক্ষা –
এ যে অস্তিত্বের অসম্মান,
ভালোবাসার চেয়ে বড় দায়িত্ব আর কি বা আছে?
তাহলে আমার অস্তিত্ব কোথায়?
কতটা? আমি তো দায় হয়ে থাকতে আসিনি,
অস্তিত্বহীন আমি আর আমিত্ব
তোমার মাঝে কোথাও আমি নেই তো,
সবটাই অন্যের দখলে –
উদ্ভ্রান্তের মতো ভ্রান্তির গোলকধাঁধায়,
খুঁজছি আমার আমিত্বকে!!!
——/রিমি
লেখক: সায়েদা রিমি কবিতা ,
আপলোডের সময় :
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২ ,
আজকের সময় :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
আমার আমিত্ব–সায়েদা রিমি কবিতা
Print [1]