লেখক: সায়েদা রিমি কবিতা , আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কথা রাখোনি তুমি —রিমি কবিতা

কথা ছিলো কত স্বপ্ন মাখা ভোরের,
কথা ছিলো বুকে মাথা রেখে কবিতা শোনার,
কথা ছিলো সমুদ্র স্নানে যাবার,
কথা ছিলো দুজনেই সাজাবো নতুন পাহাড়ি সংসার ;
কতো শতো কথা দিলে তুমি,
সাথে আরো দিলে স্বপ্নময় প্রতীক্ষা ; তোমার সাথে স্বপ্নের সহযাত্রী হয়ে প্রতীক্ষায় যখন আমি ক্লান্ত – রিক্ত,
তুমি মুখ ফিরিয়ে মাঝ পথেই ফেলে গেলে আমাকে,
অসার অবসন্ন স্বপ্নেরা পথ হারালো।
সমুদ্র স্নানে আর যাওয়া হলো না, হলো না পাহাড়ি সংসার।
হলো না তোমার বুকে মাথা রেখে সমুদ্রের শব্দের সাথে কবিতার আসর,
হঠাৎ দমকা ঝড়ে এলোমেলো সব, পথের মাঝে ই বিষাক্ত ছোবলে মৃত প্রায় আমি।
অথচ কথা ছিলো প্রচন্ড ঝড়েও
হাত ছাড়বে না আমৃত্যু।
কতটা নিখুঁত অভিনয় ছিলো সকল কথাতেই,
আমাকে ফেলেই চললো তোমার আগামীর আয়োজন।
কিন্তু এমন তো কথা ছিলো না।
সব সময় পাশে থাকার প্রত্যয়ে হাত ধরেছিলে, কিন্তু
কথা রাখোনি তুমি, প্রিয়!!!

রিমি কবিতা…….