আবারো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পলিশ তারকা রবাট লেভানদোস্কি। সুইজারল্যান্ডের জুরিখে পেপার সদরদপ্তরের সোমবার দিবাগত রাত্রে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়াড ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গতবারের পুরস্কারটি লেভানদোস্কি হাতে উঠেছিল। [1]
লেভানদোস্কি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মোঃ সালাহকে।২০২০ সালের ৮অক্টোবর থেকে ২০২১ সালের৭ অক্টোবর পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ, অধিনায়ক, নির্বাচিত, সাংবাদিক ও ভক্তদের ভোট দেওয়া হয়েছে এই পুরস্কার।
এ সময় ম্যাচে আর্জেন্টিনাকে জিততে চান কোপা আমেরিকা আর বার্সেলোনাকে কোপা দেল রে।৫৭ ম্যাচ গোল ৪৩টি, অ্যাসিস্ট ১৭, সাফল ডিবল ১৭৬, ম্যাচ সেরা ৩৩, গোলের বড় সুযোগ তৈরি ৩৪ হাই কী পাস ছিল ১৫০টি।
মোঃ সালাহ নির্ধারিত সময়ে কোনো শিরোপা জেতেননি। তবে লিভারপুলকে লীগের তিন নম্বরে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে