বিনোদন ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

অভিনেত্রী শিমু হত্যায় স্বামীসহ আটক দুইজন

অভিনেত্রী রাইমা ইসলাম হিমু হত্যার ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহ ভাজন তার স্বামীর  নোবেল এর বন্ধু ফরহাদ কে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়। এ সময় গাড়িও জব্দ করা হয়। আটকের পর তাদের কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়।

এর আগে সোমবার সকালে কেরানীগঞ্জ আলিপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন সকাল দশটার দিকে কেরানীগঞ্জ থেকে নাইমা ইসলাম শিমুল নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।