বিনোদন ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

করোনায় আক্রান্ত হলেন চিত্রনায়িকা পূর্ণিমা

করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এর আগেও একবার করে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু সেবার বিষয়টি গণমাধ্যমকে জানান নি। তবে অভিনেত্রীর কাছের অনেক শিল্পী কলাকৌশলীরা এ বিষয়টি জানতেন। এবার দ্বিতীয়বরের মতো করণায় আক্রান্ত হলে হলেন ‘মনের মাঝে তুমি’ অভিনেত্রী।

গত সপ্তাহে কিছু উপসর্গ দেখা দিয়েছিল। কবে টেস্ট করার পর ফল পজিটিভ এসেছে। খবরটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

জানা গেছে, তার শরীরের অবস্থা ভালো। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি। সম্প্রতি প্রতিভা অন্বেষণের রিয়ালিটি শো ‘টফি সার্চ ‘এর বিচারক হিসেবে কাজ করেছিলেন পূর্ণিমা। এখানে তার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিফ আনাম খান ও চঞ্চল চৌধুরী