বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীর কাউনিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বেতাগীর কাউনিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার(২৩ জানুয়ারি) বেতাগী উপজেলার কাউনিয়া বাজারে বেলা ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে পাকা, আধা পাকা ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া এলাকায় সরকারি জায়গা দখল করে এক শ্রেনীর মানুষ দীর্ঘদিন যাবত বিভিন্ন দোকান-পাট, ক্লাব ও বাড়িঘর নির্মান করে ভোগ দখল করে আসছিল। এসব অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি জমি উদ্ধারের জন্য ওই এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রইসুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।