২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মাঝে কেটে গেল এক বছরেরও বেশি সময়। করোনা জটিলতা ও চোটের কারণে এর মধ্যে আর খেলা হয়নি তাঁর। দীর্ঘ ১৩ মাস পর বিপিএলের অষ্টম আসর দিয়ে ফের বাইশ গজে ফিরলেন মাশরাফী।
এবারের আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছেন মাশরাফী। এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে ঢাকা। তারা প্রথম দুটিতে দেখেছে হার, একটিতে পেয়েছে জয়। চোটের কারণে প্রথম তিন ম্যাচে একাদশে ছিলেন না মাশরাফী।
টুর্নামেন্ট শুরুর আগে ফিটনেস ট্রেনিংয়ের সময় মাশরাফীর পিঠে টান লাগে। ফলে বোলিংয়ে ফিরতে কিছুটা সময় লাগে তাঁর। গত কয়েকদিন মাঠে ফেরার প্রস্তুতি চালিয়ে গেছেন। অবশেষে ফিটনেস পরীক্ষায় সফল হয়ে ঢাকার জার্সিতে ফিরলেন এই তারকা পেসার।
আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্যাট-বলের লড়াইয়ে নামলেন মাশরাফী। বিপিএলের চলতি আসরে তিন ম্যাচে এক জয় পাওয়া ঢাকা এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। টুর্নামেন্টে টিকে থাকতে পরের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ মাশরাফী-মাহমুদউল্লাহদের।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন, হাসান মুরাদ, মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানা, আন্দ্রে রাসেল।