সম্প্রতি টেনিস নিয়ে নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়েছিলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। এই মৌসুম শেষেই টেনিসকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার কদিন না যেতেই তাঁর মুখে অন্য সুর। অবসরের সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াহুড়ো করেছেন বলে জানান তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল মঙ্গলবার মিক্সড ডাবলসেও হেরে যান সানিয়া। মিশ্র দ্বৈত বিভাগের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলীয় জুটি জেসন কুবলার এবং জেমি ফার্লিসের কাছে হারে সানিয়া ও রাজিব রামের জুটি। ম্যাচটিতে ৪-৬, ৬-৭ (৫-৭) গেমে হেরে যান ভারতীয়রা। এরপর ধারণা করা হয়, এটাই হয়তো কোর্টে শেষ লড়াই সানিয়ার। কিন্তু ম্যাচ শেষ হতেই উল্টো আভাস দিলেন সানিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে নিজের সিদ্ধান্ত নিয়ে সানিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খুব গভীর ভাবে ভাবিনি মনে হচ্ছে। সত্যি বলতে আমার এখন মনে হচ্ছে, খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। আমার এখন আফসোসই হচ্ছে। সবাই এখন এই ব্যাপারটা নিয়েই আমার কাছে জানতে চাইছে।’
ভারতীয় তারকা আরো বলেন, ‘ম্যাচ জিততেই আমি টেনিস খেলছি। যত দিন খেলব, এ ভাবেই জেতার জন্যই খেলব। আমাকে অনেক দিন ধরে চেনো। এমন নয় যে, অবসরের কথা মাথায় নিয়ে আমি খেলছি। আমি টেনিস উপভোগ করি, তাই খেলছি।’
সানিয়ার কথায় স্পষ্ট যে তিনি এখনই কোর্ট ছাড়ছেন না। তিনি বলেন, ‘টেনিসের প্রতি আমার দৃষ্টিভঙ্গি এখনও একই রকম আছে। ১০০ শতাংশ দিতে চাই। কখনও সফল হব, কখনও হব না। কিন্তু আমি ১০০ শতাংশ দিয়ে যাব।’