নারায়ণগঞ্জ প্রতিনিধি , আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

না:গঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে জাহিন টেক্সটাইল নামে এক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ১৬টি ইউনিট কাজ করছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য জানিয়েছেন। তবে পোশাক কারখানাটিতে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানাতে পারেননি তিনি।

তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের অন্তত ১৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি।

এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানা যায়নি।