সিরাজগঞ্জ প্রতিনিধি , আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় দুই গ্রুপের সংঘর্ষে মূলকাত আলী(৫৫) নামে একজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার মিরপুর মহল্লায় নির্মাণাধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মুলাকাত আলী মিরপুর মহল্লার মৃত আবদুল আজিজের ছেলে।

স্থানীয়রা বলেন, মুলকাতা আলী গংদের সঙ্গে কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মূলকাতের ওপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

তিনি আরো বলেন, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।