টাঙ্গাইল প্রতিনিধি , আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাক পিকআপ সংঘর্ষ; ঝরল ২টি প্রাণ

টাঙ্গাইলের ধনবাড়ী ট্রাকও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার কয়রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ওসি চানমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত   ভ্যানচালক সোহেল মিয়া (৩০) উপজেলার টাকুরিয়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

অপরজন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন(২৬)। তিনি ব্যবসায়ী।

ওসি চান মিয়া বলেন, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ইঁট বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। কলাপাড়া নামক স্থানে পৌঁছালে ধনবাড়ী গামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অফ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি।