বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীত যুব রেডক্রিসেন্টের আলোচনা ও পুরস্কার বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীত উপজেলা যুব রেডক্রিসেন্টের স্থানীয় কার্যক্রম গতিশীল করার লক্ষে আলোচনা সভা ও পাঠ চক্রের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলানায়তনে সংগঠনের দলনেতা অলি আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা জেলা ইউনিটের কার্যকরি সদস্য মো: গোলাম কিবরিয়া পিন্টু, বিশেষ অতিথি ছিলেন,প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বরগুনা যুব রেডক্রিসেন্টর যুব প্রধান মেহেদী হাসান মুসা, উপ-যুব প্রধান সোহেল রানা ও সদস্য রেজাউল কবির জুয়েল।
শেষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জন্ম ইতিহাসের ্উপর পাঠ চক্রের প্রথম বিজয়ী যুব রেডক্রিসেন্টের সদস্য তানজিলা জামান শেফা, দ্বিতীয় আবু হানিফ ও তৃতীয়স্থান অধিকারী মো: সেহেলকে পুরস্কার প্রদান করা হয়।