নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বাণিজ্য মেলার সোমবারই শেষ, আর বাড়ছে না আর সময়

নির্দিষ্ট দিন ৩১ জানুয়ারিই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ এর। আজ শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্যমেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই বছর পর বাণিজ্য মেলার আয়োজন করে আমরা সন্তুষ্ট। আমরা শঙ্কিত ছিলাম রাস্তার জন্য দর্শনার্থীদের আগমণ নিয়ে। কিন্তু আমাদের সে শঙ্কা মিথ্যা প্রমাণ হয়েছে। আগামী ৩১ জানুয়ারি বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান হবে।’

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত ১ জানুয়ারি শুরু হয়। এবারই প্রথম পূর্বাচলে স্থায়ী কমপ্লেক্সে আন্তর্জাতিক বাণিজ্য মেলার কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।