বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগী‌তে ক‌রোনা স‌চেতনতায় যুব রেড ক্রিসেন্টের মাই‌কিং ও মাস্ক বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

ক‌রোনা ভাইরাসের নতুন ভ‌্যা‌রি‌য়েন্ট ও‌মিক্রনের হাত থে‌কে সুরক্ষায় যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপ‌জেলা শাখার উ‌দ্যো‌গে স‌চেতনতামূলক মাই‌কিং ও মাস্ক বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।

আজ পহেলা ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় উপ‌জেলা শহ‌রে পথচারীসহ আবা‌সিক এলাকা সড়কগু‌লো‌তে স‌চেতনতামূলক মাই‌কিং প্রচারণা চলে দিনব্যাপী।

এসময় উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা অলি আহমেদ, সহ দলনেতা সোহেল মীর, জনসংযোগ বিভাগের প্রধান মিঠুন দে সহ যুব রেড ক্রিসেন্ট এর অন্যান্যরা।