বরগুনা (বেতাগী) প্রতিনিধি , আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে তিন মাদক কারবারি আটক : ১২৭৫ পিছ ইয়াবা উদ্ধার

বরগুনার বেতাগীতে ১২৭৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যাবসায়িকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল বেতাগীর মোকামিয়া ইউনিয়নের করুনা গ্রামের দোলন সিকদারের বাড়িতে অভিযান চালায় এ সময় ডিবির উপস্থিত টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করলে পুলিশ রিপন হাওলাদার, আবদুর রব ও জসিম নামের তিন জনকে আটক করে।
পরে আটককৃতদের তথ্যের ভিওিথে তল্লাশি চালিয়ে ১২৭৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার আটককৃতদের নামে বেতাগী থানায় মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন তিন জনের মধ্য আবদুর রব চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।