এস এম আক্তারুজ্জামান,ডিআইজি বরিশাল রেঞ্জ , আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বাজারে বাজার হাজারে হাজার-এস এম আক্তারুজ্জামান,ডিআইজি বরিশাল রেঞ্জ

লেখক: এস এম আক্তারুজ্জামান,ডিআইজি বরিশাল রেঞ্জ
বাজারে বাজার
হাজারে হাজার,
বিনিময় খেলার
প্রাণপণে সবার।
বোলারের খেলায়
ব্যাটের আয়ু যায়,
ব্যাটের খেলায়
বোলার উড়ে যায়।
বিক্রেতা ক্রেতাকে বুঝায়
নিজের লাভে সদা আগায়,
ক্রেতা দাম মুলায়
কত ফাও খাওয়া যায়।
সেবক মনিবকে শোনায়
অবিরাম নির্ঘুম সেবায়,
প্রজায় অজান্তে হারায়
জীবনের সব সহায়।