লেখকঃ এস এম আক্তারুজ্জামান (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল,বাংলাদেশ পুলিশ) , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নারী দিবসে নারীর সম্মানে বরিশাল রেঞ্জ ডিআইজির কবিতা

লেখকঃ এস.এম.আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ:

ইয়া নাবী সালামু আলাইকা
ইয়া রাসুল সালামু আলাইকা
ইয়া হাবীব সালামু আলাইকা
ইয়া রাসুল সালামু আলাইকা
সালাওয়া তুল্লা আলাইকা

জন্মেতে দেখনি পিতা,
শৈশবে হারাইছো মাতা।
করেছো এতিমকে মায়া,
দিয়েছো সবাইকে দোয়া।

ইয়া নবী সালামু আলাইকা
ইয়া হাবীব সালামু আলাইকা
ইয়া রাসুল সালামু আলাইকা
সালাওয়া তুল্লা আলাইকা

তুমি যে আল্লাহর রাসুল,
শ্রষ্টারই আশেকে মশগুল।
দিয়েছো তাওহিদের দাওয়াত,
পেয়েছো মালিকের সাক্ষাত।

ইয়া নাবী সালামু আলাইকা
ইয়া হাবীব সালামু আলাইকা
ইয়া রাসুল সালামু আলাইকা
সালাওয়া তুল্লা আলাইকা।

করেছো আজীবন সংগ্রাম,
গেয়েছো সাম্যতারই গান।
করেছো জুলুমকে হারাম,
দিয়েছো নারীকে সন্মান।