নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আলোচনায় এম এ আলম শুভ’র লেখা গান

দেশের জনপ্রিয় গায়িকা পড়শী ও তরুণ গায়ক-সংগীত পরিচালক আভরাল সাহিরের গাওয়া ‘চল পাখি হয়ে উড়ি’ গানটি বেশ সাড়া ফেলেছে। গত ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া নাটক ‘হৃদ মাঝারে’ গানটি ব্যবহার করা হয়। যেটির পরিচালক মাহমুদ মাহিন।

পরে আলাদাভাবে গানটি উন্মুক্ত করা হয় সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে ১৭ লাখের ও বেশি ভিউয়ার পেয়েছে গানটি। প্রকাশের পর নাটকের পাশাপাশি এই গানটিও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এম এ আলম শুভর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। তিনি বলেন, ‘শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য এত সাড়া পেয়ে খুব ভালো লাগছে। মাত্র এক মাসে গানটির এই সাফল্যে আমি বেশ উচ্ছ্বসিত। আশা করি বছর শেষে এটি আরও ভালো অবস্থানে যাবে।’

উল্লেখ্য, ‘হৃদ মাঝারে’ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এছাড়া আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, শরিফুল প্রমুখ।