লেখক: শামিমা জাহান নিপা: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মিনতি তোকে না ভালবাসতে-শামিমা জাহান নিপা

শামিমা জাহান নিপা:
মিনতি
তোকে না ভালবাসতে,
আমার ভালোই লাগে।
কেন জানি এই ক্ষেত্রে,
কৃপণ হতে পারি না।
কবে বুঝবি তুই আমায়???
জানি ভুল করেছি!
অনুতপ্ত হয়েছি,
ক্ষমাও চেয়েছি।
তবুও কেন শাস্তির পালা-
শেষ হচ্ছেনা???
তবে কি শেষ হবেনা কোনদিন!
কি করেছি বল?
তোকে আগলে রাখতে,
শত প্রতিকূলতায়ও
পাশে থাকতে চাই।
তোর দুঃখে কাঁদতে,
তোর সুখে হাসতে চাই।
আর মন খুলে কথা বলতে চাই।
আমার আনন্দ-বেদনা, হাসি-কান্না
তোর সাথে ভাগ করে নিতে চাই।
বেলা শেষে তোর মাঝেই
আমার আমিকে,
খুঁজে পেতে চাই।
তবে কি এটাই আমার অপরাধ???
এভাবে পর করে দিসনা প্লিজ……..
অন্তরটা খুব পোড়ে,
বিরহানলে!
এবারতো ক্ষমা করে দে।
আমি যে আর পারছি না।
এভাবে এমন করে।
শূন্যতা আমার সঙ্গ ছাড়েনা।
তাকে বিদায় জানিয়ে,
আমার অনন্তকালের
সঙ্গী হয়ে যা না প্লিজ……