সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বাঙালী জাতির আলোর দিশারী ছিলেন বঙ্গবন্ধু-এমপি শাওন

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
লালমোহন উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অবিসংবাদিত নেতা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ ফখরুল আলম হাওলাদার,
পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জু তালুকদার, আ.ন.ম. মোঃ শাহ জামাল দুলাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলাম প্রমুখ।