সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করেছে ভোলা জেলা আওয়ামীলীগ।
১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী শহরে প্রদক্ষিণ করে ভোলা জেলা পরিষদ শেষ হয়।
এসময় জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে,জেলা পরিষদের অডিটোরিয়াম অনুষ্ঠিত আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা মহিলা লীগ সম্পাদিকা সাফিয়া খানম, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, জেলা তাতীলীগ এর সভাপতি মো.ফরমান হোসেন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন,জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ প্রমুখ।
ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু,সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনির মিয়াজী,কৃষক লীগ সভাপতি মো. মামুন, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবু সায়েম, আবিদুল আলম, মাহমুদুল হাসান ফাহাদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল,সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কুতুব সহ যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগ সহ জেলা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ): ,
আপলোডের সময় :
বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ,
আজকের সময় :
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
ভোলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
Print [1]