বিনোদন ডেস্কঃ , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আসছে এম এ আলম শুভ’র কথায় আভরাল সাহির-অঙ্কিতার কণ্ঠে ‘কি করে বলবো তোকে

বিনোদন ডেস্কঃ

আসছে এম এ আলম শুভ’র কথায় আভরাল সাহির-অঙ্কিতার কণ্ঠে ‘কি করে বলবো তোকে’ শিরোনামের গানটি। প্রথমবারের মতো বাংলাদেশের নাটকের গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী সা রে গা মা এর চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য।

আভরাল সাহিরের সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ। বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক মহিদুল মহিমের পরিচালনায় ‘কি করে বলবো তোকে’ নাটকে ”কি করে বলবো তোকে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা।

নাটকে জুটি বেঁধেছেন এই সময়ের জনপ্রিয় জুটি জোবান ও তানজিন তিশা। গানটি নিয়ে গীতিকার এম এ আলম শুভ বলেন- ওপার বাংলার অঙ্কিতা খুবই একজন ভালো কণ্ঠ শিল্পী। আমাদের বাংলা নাটকের গানে তাকে পেয়ে আমরা খুসি৷ আশা করছি আমাদের গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে৷

আভরাল সাহির জানান- আমি খুব যত্ন করে সুর ও সংগীত করেছি৷ নাটকের গানটিতে যৌথ কন্ঠে আমিও আছি। সব মিলিয়ে ভালো একটি কাজ পেতে যাচ্ছে দর্শকশ্রোতারা৷ অঙ্কিতাও বেশ ভালো গেয়েছেন৷ ২৪ই মার্চ নাটক ও পরে আলাদা ভাবে গানটি সুলতান এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত হবে বলে জানা গেছে৷