সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক,বরিশাল): , আপলোডের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

অবশেষে পাকা বাড়ি পেলেন বেতাগীর গৃহহীন সেই মকবুল

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক,বরিশাল):
বরগুনার বেতাগী পৌর সভার মেয়র এবিএম গোলাম কবির’র নিজ অর্থায়নে মুজিব বর্ষের উপহার হিসেবে গোয়াল ঘরে বসবসকারী গৃহহীন সেই বৃদ্ধ মকবুলের হাতে একটি নতুন পাকা বাড়ির চাবি তুলে দেয়া হল।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেতাগী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝিলবুলিয়া গ্রামের নব নির্মিত বাড়ির আঙ্গিনায় আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেতাগী পৌর সভার মেয়র এবিএম গোলাম কবির নতুন ঘরের উদ্বোধন ও মকবুল হোসেন’র কাছে চাবি হস্তান্তর করেন। এ সসয়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম হাওলাদার, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুররহমানখান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদির্ছু রহমান পান্না,বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো.হুমায়ূন কবির খলিফা ও বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু। এর আগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।নিজের বসতঘর না থাকায় বাড়ির পাশে অন্যের গোয়াল ঘরে প্রতিবন্ধী শিশু কন্যাকে নিয়ে বসবাস করার বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে মুহুর্তেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে বেতাগী পৌরসভার মেয়র নতুন পাকা বাড়ি নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছিল।