ক্রীড়া ডেস্ক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মোহামেডানের বিপক্ষে আশরাফুলের ৫ উইকেট

ক্রীড়া ডেস্ক:

ব্যাটার মোহাম্মদ আশরাফুল সবার কাছেই খুব পরিচিত মুখ। কিন্তু বোলার আশরাফুলের ঝলক কম সময়ই দেখেছেন ক্রিকেট ভক্তরা। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে সেই চমক দেখালেন আশরাফুল। আজ মঙ্গলবার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন আশরাফুল।

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে বল হাতে চমক দেখালেন আশরাফুল। ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দুর্দান্ত বোলিংয়ে মোহামেডানকে বিপদে ফেলে দিলেন ডানহাতি অফস্পিনার।

মোহামেডানের বিপক্ষে আজ ১০ ওভারই বোলিং করেছেন আশরাফুল। এর মধ্যে দুটি ছিল মেডেন ওভার। পুরো ১০ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ২৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আশরাফুল।

আশরাফুলের বলে আউট হওয়া মোহামেডানের পাঁচ ব্যাটার হলেন—রনি তালুকদার (৫৮), মোহাম্মদ হাফিজ (২৮), সোহরাওয়ার্দী শুভ (১৬), শুভাগত হোম (৮) এবং ইয়াসিন আরাফাত মিশু (৪)। এর মধ্যে মজার ব্যাপার হলো, পাকিস্তানি ব্যাটার হাফিজকে আউট করার আনন্দ নেচে উদযাপন করলেন মোহাম্মদ আশরাফুল।