আন্তর্জাতিক ডেস্ক: , আপলোডের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

রাশিয়ার গ্যাসে নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ’র চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার গ্যাসের ওপর ইউরোপের দেশগুলোর যে নির্ভরশীলতা তা কমাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফরের মধ্যেই এ চুক্তির ঘোষণাটি এল বলে জানিয়েছে বিবিসি।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চলতি বছরই ইইউকে অতিরিক্ত দেড় হাজার কিউবিক মিটার গ্যাস দেবে।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার গ্যাসে ইউরোপের নির্ভরশীলতার বিষয়টি জোরালভাবে সামনে আসে।

ইউরোপের গ্যাসের চাহিদার প্রায় ৪০ শতাংশই রাশিয়া মেটায়। যে কারণে, ইউক্রেনে রুশ অভিযানের পাল্টায় ইইউ মস্কোর ওপর অনেক ধরনের নিষেধাজ্ঞা দিলেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে এমন কোনো পদক্ষেপ নেয়নি।

জোটটি অবশ্য রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। যার অর্থ, ইউরোপকে এখন আমদানি বাড়াতে হবে এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনে জোর দিতে হবে।