নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

লিবিয়ায় নিখোঁজ এনটিভির সাংবাদিক শিগগিরই দেশে ফিরবেন : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। আশা করা যায়, দু’এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।

আজ বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এক খুদে বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

উল্লেখ্য, এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন। লিবিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।