নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

রোজার মধ্যেও চলবে কোভিডের টিকাদান : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চলমান গণটিকা কার্যক্রমের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া রোজার মধ্যেও কোভিডের টিকাদান কর্মসূচি চলবে বলে জানান তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘গণটিকা কার্যক্রম আমরা আরও তিন দিন বৃদ্ধি করতে চাচ্ছি। যাঁরা এখনও টিকা নেননি, তাঁরা যাতে নিতে পারেন। এ ছাড়া রোজার মধ্যেও আমাদের টিকাদান কার্যক্রম চলমান থাকবে। যেখানে আমাদের ফিক্সড সেন্টার আছে, সেখানে আপনারা টিকা নিতে পারবেন।’