আন্তর্জাতিক ডেস্ক:
পোল্যাল্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার চার প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন। পোলিশ নেতার একজন উপদেষ্টার বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার উপদেষ্টা জ্যাকব কুমোচ টুইটারে বলেছেন, ‘আমাদের দেশগুলো ইউক্রেন ও প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সমর্থন দেখাচ্ছে।’
এর আগে গত শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করেন। এর পরেই উল্লিখিত চার দেশের প্রেসিডেন্ট কিয়েভ সফরে যাচ্ছেন।
Print [1]