বেতাগী (বরগুনা) প্রতিনিধি , আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে ইফতার ও দোয়া বেতাগী প্রতিনিধি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান করেছে যুব সমাজ প্রতিনিধিরা।
বুধবার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ভবনে যুব সংগঠক অলি আহমেদ এর আয়োজনে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গ গোষ্ঠীর বেতাগীর সরদার সোনালী এবং প্রিয়া, পৌর কাউন্সিল মোঃ আঃ মান্নান হাওলাদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সিনিয়র সহ-সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, সদস্য মোঃ আবুল বাসার খান, সাংবাদিক আরিফ সুজন,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ প্রমূখ।
যুব সমাজের পক্ষে ছিল, মিঠুন চন্দ্র দে, মোঃ সালাউদ্দিন বাপ্পি, মোঃ খাইরুল ইসলাম মুন্না, মোঃ ইমরান হোসেন, মোঃ সুমন মিয়া।
এসময় যুব সংগঠক অলি আহমেদ বলেন, আমরাই সমাজে অবহেলিত জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ (হিজড়া) দের দূরে ঠেলে দেই, তাদের মর্যাদা দেয়া প্রয়োজন। সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটলে তৃতীয় লিঙ্গের মানুষদেরকেও সমাজের একটি অংশ হিসেবে গড়া সম্ভব হবে।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোঃ ইয়ামিন।