এস.এম. আক্তারুজ্জামান, ডিআইজি,বরিশাল রেঞ্জ : , আপলোডের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ইদানিং কথা বলা, আড্ডা দেয়া বেশ মুশকিল হয়ে যাচ্ছে-ডিআইজি বরিশাল রেঞ্জ

এস.এম. আক্তারুজ্জামান, ডিআইজি,বরিশাল রেঞ্জ :

ইদানিং কথা বলা, আড্ডা দেয়া বেশ মুশকিল হয়ে যাচ্ছে। আমরা একটু বেশি আবেগি বা বেশি জানি। তাই বেশি বলে ফেলি, বেশি আচরন বিচরন করে ফেলি। আর সিসি ক্যামেরা, ফোন ক্যামেরার মাধ্যমে সব ফেসবুকে চলে আসে। তবে চোর, ডাকাতদের এ ব্যাপারে প্রস্তুতি ভাল। তারা এগুলির হিসাব নিকাশ করেই চলেন বা প্রস্তুতি নেন। আর সমাজে আছে ভাংগা-গড়া। যারা উপরে আছেন তাদের আছে ভাল/মন্দ। কিন্তু তাদের সামান্য মন্দকে প্রচার করে তাদেরকে ভাংগার বা পচানোর ব্যাপারে সবার আগ্রহ সবচেয়ে তীব্র। তাদের কিছু একটা পাইলেই সামাজিক নেটে তুফানের মত ভাইরাল। আবার যাদের কিছু নাই তাদেরও আছে ভাল-মন্দ। নীচের মন্দ প্রচার হয়না, এ নিয়ে নেটে কোন ডিমান্ড নাই। তবে, তাদের ভাল কিছু পাইলে ভাইরাল হয়, তীব্রতা একটু কম হলেও। দিন শেষে তাহলে হচ্ছেটা কি? ব্যাক্তি, সমাজ এবং সরকারের বড় বড় অর্জনকে ছোট করে উপস্থাপন করা হচ্ছে, তাহলে উপরে উঠার রাস্তা থাকবে কোথায়? আবার নীচের লোকদের ভালকে উপরে উঠানোর প্রথমিক স্তর বেশ আশাব্যাঞ্জক হলেও, তাদেরকে উপরে প্রতিষ্ঠিত করা সময় সাপেক্ষ। অন্যদিকে, তাদের উপরও এক পর্যায়ে নেমে আসে পচানোর ঝড়। রানু মন্ডল, কাচা বাদাম, হিরো আলম অনেক উদাহরনই আছে আমাদের সামনে। এতে ডিজিটাল অর্থনীতি কিছুটা বেগ পেলেও স্কেলার অর্থনীতি হয় ক্ষতিগ্রস্থ।