সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর): , আপলোডের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বাঙলা কলেজস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যা‌ণের ইফতার মাহ‌ফিল অনুষ্ঠিত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):

সরকারি বাঙলা কলেজস্থ পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়‌া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) রাজধান‌ীর মিরপু‌রের এক‌টি রেস্টু‌রে‌ন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলা‌দেশ মেকানিক্যাল ডিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন। পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের সভাপতি এইচ এম তামিম হোসেন তাছিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড‌ভো‌কেট শামীম আল সাইফুল (সোহাগ), ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণ যুবলী‌গের সহ-সভাপ‌তি মুরসা‌লিন আহ‌মেদ, পাথও‌য়ের নির্বাহী প‌রিচালক মো. শাহিন, ঢাকাস্থ কাকড়াবুনিয়া সমাজ কল্যাণের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বাঙলা কলেজস্থ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহ‌ফিল শে‌ষে নতুন সভাপ‌তি হি‌সে‌বে মো. মাসুম বিল্লাহ’র কা‌ছে দা‌য়িত্ব হস্তান্থর ক‌রেন প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি এইচ এম তামিম হোসেন তাছিম। এ সম‌য়ে পটুয়াখালী জেলা ছাত্র কল্যা‌ণের সাধারণ সম্পাদক মো. মে‌হেদী হাসান উপ‌স্থিত ছি‌লেন।