বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১১ মে, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে আনসার-ভিডিপি সমাবেশ ও পুরস্কার বিতরণী সমাবেশ অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বেতাগীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত ও ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে বুধবার দুপুরে বেতাগী সরকারি পাইলট উ”চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আনসার কমান্ড্যান্ট মো. শহিদুল ইসলাম ও বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কিরন বালা।
এতে বক্তব্য রাখেন বেতাগী সরকারি পাইলট উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির, বেতাগী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী থানার উপ পরিদর্শক মো. আল আমীন, আনসার ও ভিডিপির বেতাগী পৌর ওয়ার্ড দলনেতা সুকদেব হাওলাদার, মোকামিয়া ইউনিয়ন দলনেত্রী শীলা রানী হালদার, হোসনাবাদ ইউনিয়ন আনসার কামন্ডার মো. মজিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন, বেতাগী পৌর ওয়ার্ড দলনেতা মো. অলি আহমেদ। বিকেলে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়।