নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বুধবার, ১১ মে, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

জুনের শেষ দিকে পদ্মা সেতুর উদ্বোধন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

আগামী মাসের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বনানীতে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের এক বৈঠক শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা জানান ।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, টেকনিক্যাল কারণে সড়ক ও রেল একসঙ্গে উদ্‌বোধন করা যাচ্ছে না।

এ সময় ‘আন্দোলনে ব্যর্থ বিএনপি’ মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

‘কিছু কিছু রাজনৈতিক দলের নেতা শ্রীলঙ্কা ইস্যুতে আত্মতুষ্টিতে ভুগছেন’ মন্তব্য করে কাদের বলেন, ‘বাংলাদেশ আর শ্রীলঙ্কার পরিস্থিতি এক নয়।’