বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে জনশুমারি ও গৃহ গণনা প্রস্তুতি ও পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বেতাগীতে বাংলাদেশের প্রথম ডিজিটাল শুমারির অংশ হিসেবে আগামী ১৫-২১ জুন জনশুমারি ও গৃহ গণনা-২০২২ উপলক্ষে –এর প্রস্তুতি ও পরিকল্পনা বিষয়ক জনশুমারি কমিটির উম্মুক্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মে) সকাল সারে এগারোটায় কমিটির উপজেলা সভপাতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু।
জনশুমারির জোনাল অফিসার সুজিত কুমার হাওলাদারের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ূন রশিদ, ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, আব্দুর রব শুক্কুর, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। এতে জরিপ ও জনশুমারি কমিটির ২৮ জন প্রতিনিধি অংশ গ্রগণ করে।