অনলাইন ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

সম্রাটের জামিন নামঞ্জুর, ফের কারাগারে পাঠানোর নির্দেশ

ফের কারাগারে যেতে হলো ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। ১৩ দিন আগে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় জামিন বাতিল হয়ে যাওয়ায় উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার (২৪ মে) সকালে আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন চায় সম্রাট। বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান জামিন শুনানির জন্য ৯ জুন তারিখ রেখে সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১১ মে একই আদালত তিন শর্তে সম্রাটের জামিন দেয়। কিন্তু দুদকের আবেদনে ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তা বাতিল করে দেয়। সে সময় সম্রাটের জামিনকে অবৈধ্য বলেও মন্তব্য করেন আদালত।

দুই’শ ১৯ কোটি টাকা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় উচ্চ আদালতের নির্দেশে যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট আদালতে আত্নসমর্পণ করে জামিন এবং চিকিৎসাসহ দুটি আবেদন করেছিলেন।