অনলাইন ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

লাদাখে গাড়ি দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনা নিহত, আহত ১২

লাদাখের শ্যাওক নদীতে সৈন্যবাহী গাড়ি পড়ে অন্তত সাতজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আজ শুক্রবার তুর্তুক সেক্টরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ২৬ জন সেনার একটি দল নিয়ে গাড়িটি পারতাপুর ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের অগ্রবর্তী এলাকার দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে গাড়িটি রাস্তা থেকে পিছলে প্রায় ৬০ ফুট গভীর নদীতে পড়ে।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে বিমান বাহিনী আহতদের পারতাপুর ফিল্ড হাসপাতালে নিয়েছে।