খেলাধুলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়নস লিগ: কে জিততে যাচ্ছে ইউরোপ সেরার মুকুট

শনিবার রাতে ফ্রান্সের প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এরই মধ্যে ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কে জিততে যাচ্ছে ইউরোপ সেরার মুকুট।

রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ রয়েছে সর্বাধিক ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের হাতছানি। আর লিভারপুল জিতলে তারা ঘরে তুলবে সপ্তম শিরোপা। এর আগে শেষ চারে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। অন্যদিকে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠে লিভারপুল।

৩২ দলের তীব্র প্রতিযোগিতা শেষে আকাঙ্ক্ষিত ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে শনিবার প্যারিসের স্তাদে দে ফ্রান্সে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট।

স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে হাঁটেন আমলাস্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে হাঁটেন আমলা
এ নিয়ে তৃতীয়বার ফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি। ১৯৮০-৮১ মৌসুমে তখনকার ইউরোপিয়ান কাপের ফাইনালে লিভারপুল জিতেছিল ১-০ গোলে। আর ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল জিতেছিল ৩-১ গোলে।