নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পদ্মা সেতু দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৫ জুন) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কান্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত যুবক ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা এক যুবক নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের আরও ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে মাইক্রোবাসের যাত্রীরা পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।