নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

পদ্মা সেতুর উদ্বোধন : বাংলাদেশকে যুক্তরাষ্ট্র-কানাডার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কানাডা হাইকমিশনের পক্ষ থেকে বিবৃতিতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

আজ শনিবার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘পদ্মা সেতুর উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারকরণে জনগণ ও পণ্যের সুদক্ষ সংযোগ স্থাপনের জন্য টেকসই পরিবহণ পরিকাঠামো তৈরি করা জরুরি। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ সৃষ্টি করবে, ফলে বাণিজ্য বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। এটি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ সৃষ্টিতে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত।’

কানাডীয় হাইকমিশন তাদের টুইটারে আজ শনিবার সকালে এক পোস্টে বলা হয়, ‘পদ্মা সেতুর উদ্বোধনের বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করছে। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘ দিনের অংশীদার হিসেবে আমরা (বাংলাদেশকে) অভিনন্দন জানাই।’