ক্যাম্পাস প্রতিনিধি , আপলোডের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বন্যার্তদের মাঝে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ’র বস্ত্র ও ঔষধ বিতরণ

ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে সিলেট জেলার বন্যার্তদের মাঝে বস্ত্র ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার (৪ জুলাই) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল, করগাঁও ও বহর এলাকার বন্যার্তদের মাঝে এ বস্ত্র ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, টিশার্ট,শার্ট ও ঔষধ বিতরণ করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী, সিলেট জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিন, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত, কার্যনির্বাহী সদস্য রাজীব দে চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাব্বী, নাট্যকর্মী শিমন ও তাহিন মিয়া প্রমুখ।

ক‌্যাম্পাস থি‌য়েটার আ‌ন্দোলন বাংলা‌দেশ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হা‌বিব তাড়াশী ব‌লেন, এর আ‌গে ক‌্যাম্পাস থি‌য়েটা‌রের বি‌ভিন্ন পর্যা‌য়ের সদস‌্যদের থে‌কে প্রাপ্ত অনুদানের টাকা অন‌্য প্রতিষ্ঠা‌নের মাধ‌্যমে সি‌লে‌টের বন‌্যার্ত মা‌ঝে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এবার আমরা সি‌লেট জেলা সংস‌দের সমন্ন‌য়ে ২০০ প‌রিবা‌রের ৪০০ মানু‌ষের মা‌ঝে বস্ত্র ও ঔষধ বিতরণ করলাম। বিপদগ্রস্থ মানু‌ষের পা‌শে সশরী‌রে দাঁড়া‌নোর অন‌্যরকম এক‌টি অনুভু‌তি।