সাজিদুর রহমান সজিব , আপলোডের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র কোরবানির মাংস বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশের সহযোগিতায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

রোববার (১০ জুলাই) মুসলিম এইড ইউকে বাংলাদেশের ফিল্ড অফিসের সহযাগিতায় রাজধানীর মিরপুর উপজেলার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে এ মাংস বিতরণ করা হয়।

এ সময় ২৪০টি পরিবারকে ১ কেজি ২৫০ গ্রাম করে মাংস দেয়া হয়েছে।

বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হক, মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট মিরপুরের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম.এ সহিদ, সহ-সভাপতি আবুল বাশার, মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট মিরপুরের ইনচার্জ গোলাম কিবরিয়াসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।