নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২ , আজকের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

সরকারি প্রতিষ্ঠানে জ্বালানি খরচ ২৫ শতাংশ কমিয়ে আনার নির্দেশ অর্থ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক:

সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ কম জ্বালানি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এর আগে পরিচালন ও উন্নয়ন বাজেটের ব্যয় সাশ্রয় করতে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ সিদ্ধান্ত নেয়। সেই পরিপ্রেক্ষিতে পরিপত্রটি জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চলতি ২০২২-২৩ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এই নির্দেশনা মানতে হবে।

পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

চলতি অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে পেট্রল, অয়েল ও লুব্রিকেন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৪৪৫ কোটি টাকা। বরাদ্দ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা গেলে এক হাজার ৯৫৬ কোটি টাকা ব্যয় হবে। এতে সাশ্রয় হবে ৪৮৯ কোটি টাকা।

গত অর্থবছরের (২০২১-২২) সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল দুই হাজার ৩২৫ কোটি টাকা। তার আগের অর্থবছরে (২০২০-২১) এ খাতে ব্যয় হয়েছিল এক হাজার ৮৫২ কোটি টাকা।