বরগুনা প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

আট বছর পর বরগুনা জেলা ছাএলীগের নতুন কমিটি ঘোষণা

বরগুনা প্রতিনিধি:

দীর্ঘ ৮ বছর পর রেজাউল কবির রেজাকে সভাপতি এবং তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

রোববার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদি ৩৩ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচজন এবং সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ছয়জন। এ ছাড়াও বরগুনা ছাত্রলীগের এই কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী তিনজনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।

এদিকে ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে সন্ধ্যা থেকে বরগুনা শহরে রাস্তা অবরোধ বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন তারা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।