নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আগামী সংসদ নির্বাচন ইভিএমে : সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক:

আগামী সংসদ নির্বাচন ইভিএমে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, স্থানীয় নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে হয়েছে। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে করা হবে।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেমিনারটির আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।