বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

মুজিববর্ষ উপলক্ষে বরগুনার বেতাগীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জেলা যুবলীগ।

আজ রবিবার (১৪ আগষ্ট) বেলা ১১ টার দিকে বেতাগী উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ’র সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, বরগুনা জেলা আওয়ামী যুবলীগ’র সভাপতি মোঃ রেজাউল কবির এ্যাটম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বেতাগী উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি এবিএম গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পিন্টু পরে বেতাগী যুবলীগের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে উপজেলা পরিষদের সামনে এবং বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের মাঠে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বেতাগী উপজেলা যুবলীগ’র সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন’র সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।