বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

এমপির সাথে অশালীন ব্যবহার ও ছাএলীগকে মারধরের প্রতিবাদে বেতাগীতে বিক্ষোভ ও সমাবেশ

 বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু‘র সাথে বরগুনা জেলার এডিশনাল এসপি মহরম হোসেনের অশালীন ব্যবহার এবং ছাএলীগ কর্মীদের উপর মারধরের প্রতিবাদে বেতাগী উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) রাত পৌনে আটটায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে স্থানীয় বঙ্গবন্ধু স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান সহ অন্যান্যরা।

এ সময় দায়ী পুলিশ কর্মকর্তার অপসারণ পূর্বক সুষ্ঠু বিচারের দাবি করা হয়।